আমাদেরবাংলাদেশ ডেস্ক।। প্রথমবারের মতো বিবিসি রেডিওতে জুমার আজান সম্প্রচার
প্রথমবারের মতো শুক্রবারের জুমার আজানসহ নামাজ সম্প্রচার শুরু করছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি রেডিও। প্রথম আজানটি দেন লিডসের সিনিয়র ইমাম ক্বারী অছিম। গত শুক্রবার অর্থাৎ ৩রা এপ্রিল থেকে বিবিসির স্থানীয় ১৪টি রেডিও স্টেশনে আজান নামাজ, ইমামদের খুতবা এবং নামাজের ইমামতি করার আগে কোরআন বা হাদীস থেকে তেলাওয়াত সম্প্রচার শুরু হয়। আরব নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
যুক্তরাজ্যের মুসলিম জনগোষ্ঠী অধ্যুষিত লন্ডন, লিডস, স্টোক, ডার্বি, ম্যানচেস্টার, কভেন্ট্রি, নটিংহ্যাম, ল্যাংকাশায়ার, শেফিল্ড, দ্য য়েস্ট মিডল্যান্ডস, বার্কশায়ার, ওয়ারউইকশায়ার, দ্য থ্রি কাউন্টিস, মার্সেসাইড থেকে শ্রোতারা এই নামাজ-খুতবা শুনতে পাচ্ছেন।
বিবিসির স্থানীয় রেডিওর প্রধান ক্রিস বার্নস বলেন, একই সম্প্রদায়ের মানুষকে পরস্পরের সঙ্গে সংযুক্ত করতে কাজ করা হচ্ছে। এই সাপ্তাহিক অনুষ্ঠানগুলো একে অন্য থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া মুসলমান সম্প্রদায়ের মানুষের একাকীত্ব দূর করতে সহায়তা করবে।
প্রোগ্রামটির শিরোনাম, ‘ইসলামিক প্রতিচ্ছবি’। রমজান মাস পর্যন্ত অর্থাৎ এপ্রিলের শেষ অবধি মুসলিম সম্প্রদায়ের সুবিধার্থে এই ব্যবস্থা করা হয়েছে। প্রতি সপ্তাহে আলাদা ইমাম শুক্রবার সকালের অনুষ্ঠানের নেতৃত্ব দেবেন। যতদিন পর্যন্ত মুসলিম সম্প্রদায়ের লোকজন মসজিদে যেতে না পারছেন ততদিন জুমার নাজাজের সম্প্রচার অব্যাহত থাকবে বলেও কর্তৃপক্ষ জানিয়েছে।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত ২৩শে মার্চ থেকে সারা দেশে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে যুক্তরাজ্যে। বিবিসি ৩৯ টি স্থানীয় এবং জাতীয় স্টেশনে রবিবার খ্রিস্টান পরিষেবাগুলোও সম্প্রচার করে যাচ্ছে। তবে অন্যান্য ধর্মাবলম্বী যেমন হিন্দু বা ইহুদিদের জন্য এ ধরণের কোন ধর্মীয় অনুষ্ঠান প্রচারের কোন সিদ্ধান্ত এখনও হয়নি বলে জানানো হয়েছে।
(সূত্র আরব নিউজ)