বিভক্ত ভালবাসা...
বিভক্ত আজি স্বার্থের টানে
সমাজে সৃষ্ট ভালবাসা,
নিজের করে নিজের তরে
নিজের মতো মিটাতে আশা।
থাকতে সুখে ধরনীর বুকে
থাকতে ভালবাসার ছোয়ায়,
নিজ আয়োজনে বা প্রয়োজনে
ভালবাসায় তারা রং মাখায়।
ধরণীর বুকে মরে ধুঁকে ধুঁকে
মিছে বাঁচার মিছে আশায়,
স্বার্থপরতার স্বার্থের ছোয়ায়
বিভক্ততা ভালবাসায়।
ভালবাসার বিভক্তিতে
হয়ে সবে অসহায়,
কারে ধরে কারে ছাড়ে
কারে রাখে মন পাড়ায়।
মন পাড়ার ঐ উঁচু ভিটায়,
কষ্টরা নাকি নিয়েছে দখল,
পরাজিত সেথা ভালবাসারা
নিরবে ফেলছে চোখের জল।
চোখের জলের মুল্য কি আর
স্বার্থপররা বুঝতে পারে,
স্বার্থের টানে সদা চলে তারা
ভালবাসাকে বিভক্ত ক'রে।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম