আমাদেরবাংলাদেশ ডেস্কঃ সেনাবাহিনী অসামরিক পদে জনবল নিয়োগ দেবে। এতে বিভিন্ন পদে ৬১১ জনকে নিয়োগ দেয়া হবে। চাইলে আপনিও আবেদন করতে পারেন।যেসব পদে নিয়োগ দেয়া হবে-
*মেস ওয়েটার: ৩৯টি *পরিচ্ছন্নতাকর্মী: ৪২টি*ইউএসএম/শ্রমিক: ১০২টি *বার্তাবাহক: ৪০টি *অফিস করণিক: ৫৫টি *বাবুর্চি: ২৭টি *টেইলার: ২২টি*ইঅ্যান্ডবিআর: ৩টি *লস্কর: ৪টি *গ্রিজার: ১টি *সহকারী বাবুর্চি: ৯টি *সহকারী সুপারভাইজার: ১টি *উচ্চমান করণিক: ২টি *কেমিস্ট: ১টি
*মেকানিক: ১টি*কার্পেন্টার: ১৪টি*এমটি ড্রাইভার: ১২টি*হেড মেকানিক: ১টি*নিরাপত্তা প্রহরী: ২৭টি*মালি: ২টি*এসএএসআই: ৪টি*এসএস-২: ১টি*ড্রাফটসম্যান: ১টি*ফায়ার ক্রু: ৮টি*পেইন্টার: ১২টি*ওয়ার্ডবয়: ৩টি*আয়া: ১টি*টিন স্মিথ: ১টি*স্টোরম্যান: ৩২টি*ভিএফএ: ৩টি *ইলেকট্রিশিয়ান: ১২টি
*মিল্ক রেকর্ডার: ২টি*ক্ল্যাসিফায়ার: ১টি*অটো ইলেকট্রিশিয়ান: ১টি*বেঞ্চ ফিটার (এসএস-২): ৩টি*ওয়েল্ডার (এসএস-২): ৪টি*কার্পেন্টার (এসএস-২): ২টি*ভিউয়ার: ২০টি*গোয়ালা: ২০টি*ফায়ারম্যান: ২টি *ক্যাশিয়ার (উচ্চমান): ২টি*মেশন (এসএস-২): ২টি*সুপারভাইজার: ৩টি *আর্মোরার (এসএস-২): ১টি
*ইনসেমিনেটর: ২টি*প্ল্যান্ট অপারেটর: ২টি*ক্যাটালগার: ১টি*প্যাকার: ১টি*সিকিউরিটি ইনসপেক্টর/নিরাপত্তা পরিদর্শক: ৩টি*আরএ-২: ১টি*পাম্প অপারেটর: ৪টি*ফিটারগান (এসএস-২): ১টি*পেইন্টার (এসএস-২): ২টি*মেশিনিস্ট (এসএস-২): ৭টি*ইলেক্ট এমভি (এসএস-২): ১টি
*ফটোকপি অপারেটর/গেস্টেটনার অপারেটর: ২টি*ব্লাকস্মিথ (এসএস-২): ১টি
*এক্সচেঞ্জ অপারেটর/টেলিফোন অপারেটর: ১০টি*ফিটার এমভি (এসএস-২): ৭টি*ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট/ল্যাব সহগামী: ৪টি*টিন অ্যান্ড কপারস্মিথ (এসএস-২): ২টি*ফার্ম লেবার (কাউ অ্যাটেন্ড্যান্ট/কাফ অ্যাটেন্ড্যান্ট/ক্লিনার): ১১টি*সিভিল মেকানিক ড্রাইভার: ২টি *ট্রাক্টর/মেক্যানিক ট্রান্সপোর্টে ড্রাইভার: ১টি
বয়স: ১ জুন ২০১৯ সব প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ হতে হবে। মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে ৩২ বছর।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম