আমাদেরবাংলাদেশ ডেস্ক।। বিমানবন্দরের টার্মিনাল। বিমানের জন্য অপেক্ষা করা যাত্রীরা সকলে বসে আছেন সেখানে। যাত্রীদের কেউ ব্যস্ত বই পড়তে, তো কেউ গান শুনতে। এরই মধ্যে এক ব্যক্তি চেয়ারে বসেই খুললেন প্যান্টের জিপার। তার পর বসে বসেই মূত্রত্যাগ করতে শুরু করলেন সেখানে। আর তা দেখে রীতিমতো হকচকিয়ে যান অন্যান্য যাত্রীরা। যদিও ভিডিয়োতে কাউকে প্রতিবাদ করতে দেখা যাচ্ছে না।
এই ঘটনার ভিডিয়ো সম্প্রতি আপলোড করা হয়েছে ‘প্যাসেঞ্জার শেমিং’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। যা ইতিমধ্যেই দেখা হয়েছে আড়াই লক্ষেরও বেশি বার। বিমানবন্দরের ভিতর ওই ব্যক্তির অসভ্যতামি দেখে সোশ্যাল মিডিয়ায় নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা। অন্যান্য যাত্রীদের অসুবিধা করার জন্য ওই ব্যক্তিকে গ্রেফতারের দাবিও জানিয়েছেন কেউ কেউ।
তবে কোন বিমানবন্দরের ভিতর এই ঘটনা ঘটেছে তা জানা যায়নি। জানা যায়নি ওই ব্যক্তির পরিচয়। তাঁর বিরুদ্ধে বিমানবন্দর কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নিয়েছে কি না তাও জানা এখনও পর্যন্ত জানা যায়নি।-সূত্রঃ আনন্দবাজার