বিরল(দিনাজপুর)প্রতিনিধি।। দিনাজপুরের বিরলে গ্রাম আদালত বিষয়ক দিনব্যাপী অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর আয়োজনে ইউএনডিপি এর অর্থায়নে স্থানীয় সরকার বিভাগ এর বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় -পর্যায়) প্রকল্প এই অরিয়েন্টশন বাস্তবায়ন করে।
রবিবার (১৪ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদের হলরুমে ইএসডিএ এর উপজেলা কো-অর্ডিনেটর আয়েশা খাতুন সঞ্চালনায় অরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম মোস্তাফিজুর রহমান বাবু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইএসডিএ এর ডিস্ট্রিক ম্যানেজার মোঃ আবু বক্কর সিদ্দিক (আবু)। অরিয়েন্টেশনে অংশগ্রহণকারী উপজেলার ১২ টি ইউনিয়ন পরিষদের সচিব ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরগণ অরিয়েন্টশনে বিস্তারিত আলোচনা করেন।
এছাড়াও প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য, গ্রাম আদালতে ইউনিয়ন পরিষদের সচিব/এএসিও দায়িত্ব ও কর্তব্য, গ্রাম আদালত আইন,গ্রাম আদালত শালিসির মধ্যকার পার্থক্য,দেওয়ানি ও ফৌজদারী মামলা,এখতিয়ার বহির্ভূত মামলা সম্পর্কে,ধাপ (বিধি-৩১, প্রাক বিচার ও শুনানীতে নিষ্পত্তি), সকল মামলার নথি ও রেজিষ্টার সংরক্ষণ পদ্ধতি,গ্রাম আদালতের ২১ টি ফরম নিয়ে আলোচনা,মামলার আদেশনামা লেখার নিয়ম, অপেক্ষমান মামলার তালিকা,মাসিক ও ত্রৈমাসিক প্রতিবেদন বাস্তবায়নের জন্য ব্যাপক আলোচনা করা হয়।