সাদেকুল ইসলাম (দিনাজপুর) প্রতিনিধি।।দিনাজপুরের বিরলে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামের এক অনন্য দিন ঐতিহাসিক ৭, মার্চ পালন করা হয়েছে।
ও বিরল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মাল্টিকমপ্লেক্সে ঐতিহাসিক ৭,মার্চ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
ঐতিহাসিক ৭ মার্চ। বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে অনন্য একটি দিন। সুদীর্ঘকালের আপসহীন আন্দোলনের এক পর্যায়ে ১৯৭১ সালের এই দিনে রেসকোর্স ময়দানের (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে বাঙ্গালী জাতির অবিসংবাদিত নেতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন।
বৃহস্পতিবার (৭মার্চ) সকাল ৮ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় ও দলীয় পতাকা উত্তলন করে দিনটির কর্মসূচির শুভ সূচনা করা হয়।
সকাল ৯ টায় উপজেলা আ:লীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে উপজেলা আ:লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক বাবু রমাকান্ত রায়ের নেতৃত্বে বিশাল এক র্যালি নিয়ে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান একে এম মোস্তাফিজুর রহমান বাবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বহ্নি শিখা আশা, প্রমূখ পরে বিরল পৌরসভা,থানা পুলিশ, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দফতর, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন প্রমূখ পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা।
পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা দলীয় কার্যালয় চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু রমাকান্ত রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি আলহাজ্ব আক্তার হোসে, সহ-সভাপতি অধ্যাপক আল আমীন, সহ-সভাপতি লুৎফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক, সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক- বিভূতী ভূষন রায়, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল মালেক, পৌর আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান ভুট্টু প্রমূখ৷
এছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিরল উপজেলা/ ইউনিয়ন আওয়ামীলীগ,মহিলা আওয়ামীলীগ, যুব মহিলালীগ, যুবলীগ, সেচ্ছাসেবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, মৎস্যজীবী লীগ,সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এবিডি.কম/সিয়াম
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম