প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৯:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৩, ২০২১, ১১:৫৩ অপরাহ্ণ
বিরামপুরে আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বিরামপুর(দিনাজপুর)সংবাদদাতা।। দিনাজপুরের বিরামপুরে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
(২৩ জুন) বুধবার সকাল ১১টায় উপজেলা কনফারেন্স সভাকক্ষে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু কেক কেটে আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ সূচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন-বিরামপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল,মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম বানু, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শিবেশ কুন্ডু ও নাড়ু গোপাল কুন্ডু, যুগ্ম- সাধারণ সম্পাদক গোলজার হোসেন, সাংগঠনিক সম্পাদক মশফিকুর রহমান ও আঃ রাজ্জাক মাষ্টার, উপজেলা যুবলীগের সভাপতি আবু হেনা মোঃ মোস্তফা কামাল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহবায়ক মেহেদী হাসান, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ উপজেলা ও পৌর শাখার আওয়ামীলীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ।
পরিশেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘাযু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম