প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ১০:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৩১, ২০২১, ৮:০৩ অপরাহ্ণ
বিরামপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের নগদ টাকার চেক ও শিক্ষা উপকরণ বিতরণ

নয়ন হাসান,বিরামপুর।। দিনাজপুরের বিরামপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষে "বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)" কর্মসূচীর আওতায় বিরামপুর উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের মাঝে চেক ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
রবিবার (৩১জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়াম সভাকক্ষে চেক ও শিক্ষা উপকরণ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠানে একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চলনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মাননীয় জাতীয় সংসদ সদস্য দিনাজপুর-৬ শিবলী সাদিক (এমপি) এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল আলম রাজু ও নবনির্বাচিত পৌর মেয়র আক্কাস আলী।
এ কর্মসূচির আওতায় উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাধ্যমিক পর্যায়ে ৪০জন ছাত্র-ছাত্রী প্রত্যেককে ৬ হাজার টাকা ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ১৬জন ছাত্র-ছাত্রী প্রত্যেককে ৯ হাজার ৬শত টাকার চেক এবং ৬০জন ছাত্র-ছাত্রী প্রত্যককে শিক্ষা উপকরণ হিসেবে স্কুল ব্যাগ, খাতা, কলম, পেন্সিল, জ্যামিতি বক্স ও এর সাথে করোনা ভাইরাস থেকে সুরক্ষার জন্য মাস্ক ও সাবান প্রদান করা হয়েছে।
এসময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন,বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর আলম, উপজেলা আ.লীগের সহ সভাপতি শীবেশ কুন্ডু ও নাড়ু গোপাল কুন্ডু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাষ্টার, যুগ্ম-সাধারণ সম্পাদক গোলজার হোসেন,উপজেলা যুবলীগের সভাপতি আবু হেনা মোঃ মোস্তফা কামাল,বিরামপুর উপজেলা ও পৌরসভার সকল নৃ-গোষ্ঠীগণ,বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ,বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারী গণ, উপজেলার আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমূখ।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম