শাহেদুর রহমান জুনেদ,সিলেট প্রতিনিধি :সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সিলেট আগমনের শতবর্ষ উপলক্ষে নগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রা পালিত হয়েছে । মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ১১ টায় সিটি কর্পোরেশনের সামন থেকে “সিলেটে রবীন্দ্রনাথ শতবর্রষে স্মরণোৎসব-২০১৯” উদযাপন কমিটির আহবায়ক সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মহিত ও সদস্য সচিব সিসিকের মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে শোভাযাত্রাটি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়।
সিলেটের ব্রাহ্ম সমাজের আমন্ত্রণে শতবছর পূর্বে ১৯১৯ সালের ৫ নভেম্বর এই দিনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার পুত্র রথিন্দ্রনাথ ঠাকুর ও পুত্রবধূকে সাথে নিয়ে সিলেটে এসেছিলেন। সেদিন তাকে সিলেটের রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচছা জানানো হয়। এরপর প্রথমে চাঁদনিঘাট হয়ে সিলেট শহরে প্রবেশ করেন । চাঁদনিঘাটে সিলেটের মানুষ তাঁকে লাল গালিচা সংবর্ধনা দিয়ে বরণ করেন। সিলেটে এসে কবি ব্রাহ্ম মন্দিরে একটি প্রার্থনায় যোগদান করেছিলেন।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সিলেট আগমনের আজ শতবছর পূর্ণ হলো। এ উপলক্ষে সিলেটে নানা ধরনের আয়োজন করা হয়। এসব আয়োজনের মধ্যে সকালে শ্রীহট্ট ব্রাহ্ম সমাজের শব্দে ছন্দে রবীন্দ্র স্মরণ এবং বিকাল ৩ টা ৩০ মিনিটে সিলেটের ক্বীন ব্রিজস্থ চাঁদনিঘাটে রবীন্দ্রনাথে প্রতীকী উন্মোচন করা হয়।বিকাল ৫টায় নগরীর ক্বীন ব্রিজ সংলগ্ন সুরমা নদীর তীরে এই বর্ণাঢ্য শতবর্ষ স্মরণোৎসব পর্ষদের আয়োজন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন পর্ষদের আহবায়ক ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।এসময় সিটি মেয়র আরিফুল হক চৌধুরীসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
উৎসবের আজ প্রথম দিন।