গ্রুপ পর্বে মাত্র একটি ম্যাচ হেরেছে ভারত। পয়েন্ট তালিকায় সবার ওপরে থেকে সেমিফাইনালে খেলতে নামবে কোহলিরা। তাই শেষ চারে ভারকেই ফেবারিট মানছে প্রতিপক্ষ নিউজিল্যান্ড। গ্রুপ পর্বে দু’দলের ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হলেও অজানা নয় ক্রিকেটারদের শক্তি সামর্থ। এই বিশ্বকাপে সবচেয়ে কম রান করা দলগুলোর একটি নিউজিল্যান্ড। আর ভারত পুরো টুর্নামেন্ট জুড়ে ফেবারিটের মতোই খেলেছে।বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের পরিসংখ্যান সুখের নয়। ছ’বার টুর্নামেন্টের শেষ চারে পৌঁছেও জিততে পারেনি তারা। এবার সেই খরা কাটাতে আত্মবিশ্বাসী নিউজিল্যান্ড। সেমি’র লড়াইয়ের আগে সেরে উঠেছেন হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া ফার্গুসন। পরিসংখ্যান আর বর্তমান পারফরমেন্সে এগিয়ে ভারত। ফলে প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা জয়ের পথে থাকতে ভুল না করে সেরাটা দিতে চায় নিউজিল্যান্ড।