বিশেষ প্রতিনিধি।। এবার পুরো বিশ্বকে দেখতে প্রস্তুত রংপুরের সেই গোয়ালা ফেলানী। রংপুর পুলিশ সুপারের সহায়তায় পেলেন বসবাসের ঘর। চলাচলের সুবিধা নিশ্চিত করতে প্রদান করা হয়েছে হুইল চেয়ার।
আজ সোমবার (২৪ মে) দুপুরে ফেলানীর নিজ বসবাসের সেই গোয়াল ঘরে উপস্থিত হয়ে পুলিশ সুপার বিপ্লব কুমার সরকারের পক্ষ থেকে এসব উপহার তুলে দেন রংপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম পলাশ।
এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নজর আসে পুলিশ সুপারের।
এসময় উপহার হিসেবে ফেলানীর জন্য নতুন ঘরের ব্যবস্থা করা হয়।দেওয়া হয় খাদ্যদ্রব্য ও নগদ অর্থ সহায়তা। চলাচলের সুবিধা জন্য দেওয়া হয় একটি হুইলচেয়ার।
সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম পলাশ জানান, ‘পুলিশ সুপার বিপ্লব কুমার সরকারের নির্দেশে অসহায় ফেলানীর জন্য উপহার দেওয়া হয়। এসময় তার সন্তানদের পিতা মাতার ভরনপোষণে সকল প্রকার সাহায্যের আশ্বাস দেন। ভবিষ্যতেও দরিদ্র ও অসহায়ের সাহায্যে বাংলাদেশ পুলিশ এগিয়ে থাকবে।’
উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখা যায় প্রায় দুই বছর ধরে প্যারালাইজ ফেলানীর দায়িত্বভার নিতে অস্বীকার জানায় সন্তানরা। পরে তার বাসস্থান হয় বাড়ির ঘোয়াল ঘরে গরুর খামারে।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু