আমাদেরবাংলাদেশ ডেস্ক।।বিশ্বজুড়ে করোনায় মোট প্রাণহানি সাড়ে ৯ লাখ ছাড়ালো। সংক্রমিত ৩ কোটি ৩৩ লাখের বেশি। ২৪ ঘণ্টায় আরও সাড়ে ৫ হাজার মানুষের প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। নতুনভাবে সংক্রমণ শনাক্ত ৩ লাখের ওপর।
দৈনিক মৃত্যু আর সংক্রমণে এখনও শীর্ষে ভারত। বৃহস্পতিবারও ১২শ’র মতো মানুষের মৃত্যু দেখলো দেশটি; ৯৭ হাজার মানুষে শরীরে মিললো কোভিড নাইনটিন। মহামারিতে সবচেয়ে বিপর্যস্ত দু’দেশ যুক্তরাষ্ট্র ও ব্রাজিল এদিন সাড়ে ৮শ’র মতো মৃত্যু রেকর্ড করেছে।যুক্তরাষ্ট্রে ৪৬ হাজার মানুষের শরীরে নতুনভাবে মিললো কোভিড।
অন্যদিকে, লাতিন দেশটিতে একদিনে শনাক্ত ৩৬ হাজার রোগী। মেক্সিকোতে আরও ৩০০ মৃত্যুতে মোট প্রাণহানি ৭২ হাজারের কাছাকাছি।
আমাদেরবাংলাদেশ/আরাফাত
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম