ঢাকা।। বিশ্বব্যাপী করোনা ভাইরাসে ৬৪ হাজার ৭৮৭ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১২ লক্ষাধিক মানুষ। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে প্রায় আড়াই লাখ।
বিশ্বব্যাপী করোনা ভাইরাসের তথ্য প্রকাশকারী ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে, করোনায় আক্রান্তের সংখ্যায় সবার ওপরে পৌঁছেছে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত দেশটিতে ৩ লাখ ১১ হাজার ৩৫৭ মানুষ এতে আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৮ হাজার ৪৫২ জনের।
বাংলাদেশে নতুন করে ১৮ জনের শরীরে মিলেছে করোনা । দেশে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা মোট ৮৮ জন এবং মারা গেছেন ৮ জন।