ঢাকা।। বিশ্বব্যাপী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত এবং মৃতের সংখ্যা বেড়েই যাচ্ছে। রোববার (১০ মে) আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডওমিটার বলছে, এ পর্যন্ত বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৪১ লাখ ছাড়িয়েছে।সংস্থাটির তথ্যমতে, মোট আক্রান্তের সংখ্যা ৪১ লাখ ৭৯৯ জন। আর মৃত্যু হয়েছে ২ লাখ ৮০ হাজার ৪৩২ জনের।
এসময়ের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন প্রায় ১৪ লাখ ৪১ হাজার ৪৮৭ জন।
এদিকে করোনাভাইরাসে মার্কিন যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৮০ হাজার ছাড়িয়েছে। রোববার ভোর পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮০ হাজার ২৮ জন। আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ৪৬ হাজার ৭৭১ জন। তার মধ্যে চিকিৎসাধীন রয়েছে ১০ লাখ ২৯ হাজার ৭২১ জন। সেরে উঠেছে ২ লাখ ৩৭ হাজার ২২ জন।যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় সর্বোচ্চ মৃতের সংখ্যা যুক্তরাজ্যে, ৩১ হাজার ৫৮৭।
ইতালিতে মারা গেছে তৃতীয় সর্বোচ্চ ৩০ হাজার ৩৯৫ জন। স্পেনে ২৬ হাজার ৪৭৮ ও ফ্রান্সে ২৬ হাজার ৩১০ জন প্রাণ হারিয়েছে এই ভাইরাসে।যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্যেই মারা গেছে ২৬ হাজার ৭৭১ জন। আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৪৩ হাজার ৪০৯ জন।
নিউ জার্সিতে মারা গেছে ৯ হাজার ১১৮ জন। ম্যাসাচুসেটসে প্রাণ হারিয়েছে ৪ হাজার ৮৪০ জন। মিশিগানে ৪ হাজার ৫২৬ জন, পেনসালভানিয়ায় ৩ হাজার ৭৯৮ ও ইলিনয়িসে ৩ হাজার ৩৪৯ জন মারা গেছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম