আমাদেরবাংলাদেশ ডেস্ক।। বিশ্বব্যাপী ৫৫ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হলেও, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ লাখের বেশি মানুষ।
এক সপ্তাহে বিশ্বে করোনায় মৃত্যুর হার কমেছে। রবিবার দেড় মাসের মধ্যে সবচেয়ে কম মৃত্যুর সংখ্যা ২ হাজার ৮২৬ রেকর্ড করা হয়েছে। মৃত্যুর সংখ্যা কমে আসার পাশাপাশি বাড়ছে সুস্থ হয়ে হাসপাতাল ছাড়ার সংখ্যা। বিশ্বে এ পর্যন্ত সুস্থের সংখ্যা ২৩ লাখ ছাড়িয়েছে। তবে, আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫৫ লাখ। মৃতের সংখ্যা প্রায় সাড়ে তিন লাখ।
করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে রোগীদের বাড়ি ফেরার তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত সুস্থ হয়েছে সাড়ে চার লাখেরও বেশি।
তবে, করোনার সংক্রমণ বাড়ছে দক্ষিণ আমেরিকার দেশগুলোতে। এ তালিকায় শীর্ষে রয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে এপর্যন্ত আক্রান্তের সংখ্যা সাড়ে তিন লাখ ছাড়িয়েছে।
করোনার হটস্পটে পরিণত হওয়ায় ব্রাজিলে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে মহামারীতে মৃত্যুর শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র। যারা গত দুই সপ্তাহে দেশটিতে গেছেন তারা আপাতত ফিরতে পারবেন না যুক্তরাষ্ট্রে।
সংক্রমণ বাড়ছে চিলি ও মেক্সিকোতেও। সংক্রমণ বাড়ায় এত মানুষের স্বাস্থ্যসেবা দেয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন চিলির প্রেসিডেন্ট।
এদিকে, নতুন করে সংক্রমিত হওয়ার হার হ্রাস পাওয়ায় সোমবার থেকে জরুরি অবস্থা সম্পূর্ণ তুলে নিয়েছ জাপান। গেল ৭ই এপ্রিল থেকে দেশটিতে জরুরি অবস্থা চলছিল।
অন্যদিকে, সংক্রমণ বাড়লেও ভারতে শুরু হয়েছে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল। তিন ধাপে লকডাউন শিথিলের অংশ হিসেবে সোমবার থেকে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস ও কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যের স্কুলগুলোতে ফিরতে শুরু করেছে শিক্ষার্থীরা।
প্রথম ধাপের লকডাউন সফলতা আসায়, শিথিলের দ্বিতীয় ধাপে যাচ্ছে নিউজিল্যান্ড। শুক্রবার থেকে একসঙ্গে ১০০ জন পর্যন্ত সমবেত হতে পারবেন। ওইদিন থেকে সেখানে সবধরনের ধর্মীয় কার্যক্রম পুরোদমে চলবে। ঈদের দিনে এ ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন।