আর্ন্তজাতিক ডেস্ক।। করোনাভাইরাসে সারাবিশ্বে মৃতের সংখ্যা ৫ লাখ ৮৯ হাজার ছাড়িয়ে গেছে। করোনার সার্বক্ষণিক তথ্য রাখা জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে শুক্রবার সকাল পর্যন্ত করোনাভাইরাসে সারাবিশ্বে আক্রান্ত হয়েছে ১ কোটি ৩৭ লাখ ৫৯ হাজার ২০৫ জন।
এছাড়া এখন পর্যন্ত বিশ্বজুড়ে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ লাখ ৮৯ হাজার ৯৫ জন। আর সুস্থ হয়েছেন ৮১ লাখ ৬৮ হাজার ৯৫৫ জন। ইতোমধ্যে বিশ্বের ১৮৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এ প্রাণঘাতী ভাইরাস।
আমেরিকার দুই মহাদেশ ও দক্ষিণ এশিয়ায় সংক্রমণ দ্রুত বাড়ছে। অন্যদিকে ইউরোপে করোনা কিছুটা স্তিমিত হলেও সেখানে কিছু কিছু জায়গায় আবার রোগটির পুনরুত্থান দেখা যাচ্ছে। তবে আশার কথা হচ্ছে এ ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থতার হার দ্রুত বাড়ছে। মৃত্যুহারও কমছে।
করোনাভাইরাসে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩৫ লাখ ৭০ হাজার আর মৃত্যু হয়েছে ১ লাখ ৩৮ হাজার মানুষের।
করোনায় দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর দেশ ব্রাজিল। সেখানে ২০ লাখ ১২ হাজার মানুষ করোনায় আক্রান্ত এবং মারা গেছে ৭৬ হাজার ৬৮৮ জন।
তৃতীয় সর্বোচ্চ আক্রান্ত হয়েছে ভারতে। দেশটিতে ৯ লাখ ৬৮ হাজার জনের করোনা শনাক্ত হয়েছে। তবে মৃত্যুর সংখ্যায় অষ্টম দেশটি। সেখানে করোনায় মারা গেছে ২৪ হাজার ৯১৫ জন।
আক্রান্তের হিসেবে চতুর্থ রাশিয়ায়। দেশটিতে ৭ লাখ ৫১ হাজার জন করোনায় আক্রান্ত। রাশিয়াতেও মৃতের সংখ্যা তুলনামূলক কম। মৃত্যুর দিক দিয়ে রাশিয়া বিশ্বে ১১ তম। সেখানে করোনায় মারা গেছে ১১ হাজার ৯২০ জন মানুষ।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম