আমাদেরবাংলাদেশ ডেস্ক।।করোনায় বিশ্বজুড়ে জুড়ে গেল ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছে ৫ হাজার ৮শ জন। আক্রান্ত হয়েছে ২ লাখ ৩৯ হাজারের বেশি। এ নিয়ে বিশ্বজুড়ে মোট প্রাণহানি ছাড়িয়ে গেলো ৮ লাখ ২৩ হাজার। মোট শনাক্ত ২ কোটি ৪০ লাখ ৪৪ হাজার।
যুক্তরাষ্ট্র ও ব্রাজিল দুই দেশেই হাজারের বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে। আক্রান্ত হয়েছে প্রায় অর্ধ লক্ষাধিক। একই চিত্র ভারতেও। হাজারের বেশি মৃত্যু ও নতুন ৬৬ হাজারের বেশি আক্রান্তে টানা তিন সপ্তাহের বেশি সময় ধরে সংক্রমণের শীর্ষে রয়েছে দেশটি।
এদিকে, হংকংয়ের পর এবার বেলজিয়াম ও নেদারল্যান্ডসেও একবার করোনা থেকে সুস্থ হয়ে পুনরায় আক্রান্ত হবার ঘটনা ঘটেছে। সংক্রমণ বেড়ে যাওয়ায় আবারও রাজধানী সিওলের সমস্ত স্কুল বন্ধ করেছে দক্ষিণ কোরিয়া।
এ বছর আর খুলছেনা ইন্দোনেশিয়ার বিখ্যাত পর্যটনকেন্দ্র বালিদ্বীপ। অন্যদিকে, মঙ্গলবার থেকে মানবদেহে করোনা ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করেছে কিউবা। করোনা চিকিৎসায় প্লাজমা থেরাপিকে মার্কিন অনুমোদন দেয়ার ঘটনাটিকে চরম দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় বলে মন্তব্য করেছে ফরাসি বিশেষজ্ঞরা।
আমাদেরবাংলাদেশ/রিফাত