বিসিজি টিকায় করোনাভাইরাস ঠেকানো যায় এর পক্ষে এখন পর্যন্ত প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিসিজি টিকা মূলত নেওয়া হয় টিউবারকিউলোসিস প্রতিরোধে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, করোনা প্রতিরোধে এই টিকা নেয়ার পরামর্শ তারা দিচ্ছে না।
সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, পরীক্ষামূলকভাবে প্রমাণ হয়েছে যে জীবজন্তু ও মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতায় বিসিজি টিকার অনির্দিষ্ট প্রভাব রয়েছে। কিন্তু এই প্রভাব এখনও স্পষ্ট নয়। এ নিয়ে দুটি চিকিৎসা সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষা চলছে, যদি প্রমাণ মেলে তা খতিয়ে দেখবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বিসিজি টিকায় শিশুদের মধ্যে টিবি প্রতিরোধ করা সম্ভব। করোনা সারাতে কাজে লাগে বলে যে খবর বের হয়েছে তার জন্য যদি এই টিকা স্থানীয় বাজার ঘাটতি দেখা দেয়। তবে টিবি রোগীর সংখ্যা বেড়ে যেতে পারে। এমনকি মৃত্যুও হতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম