প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৩, ২০২৫, ৮:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৭, ২০২০, ২:০৫ অপরাহ্ণ
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৪ দিন ধরে অনশন প্রেমিকার
তাহিরপুর সংবাদদাতা।। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় প্রেমিকের বাড়িতে গিয়ে বিয়ের দাবি নিয়ে গত ৪ দিন যাবৎ অনশণে বসেছে এক প্রেমিকা। কিন্তু বিয়ের দাবি নিয়ে প্রেমিক মোক্তার মিয়া অরপে আকাশের বাড়ীতে অবস্থান নিয়ে অনশণে বসার ৪ দিন গত হয়ে গেলেও এর কোন সুষ্ঠু সমাধান বা সুরাহা পাচ্ছে না স্ত্রীর স্বীকৃতির দাবীতে অনশনরত হতদরিদ্র পরিবারের ওই তরনী। প্রেমিক আকাশের পরিবার প্রভাবশালী হওয়ায় ওই হতদরিদ্র তরনীর উপর গত ৪ দিন ধরেই চলছে বিভিন্নভাবে নির্যাতন হুমকি ধামকি আর ভয়ভীতি।
এমনকি প্রেমিকা বাড়িতে যাওয়ার পর থেকেই গত ৪ দিন যাবৎ প্রেমিক মোক্তার অরপে আকাশ রয়েছে পালিয়ে। প্রেমিক মোক্তার মিয়া উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের তেলীগাও গ্রামের ঠাকুর হাটির উসমান মিয়ার ছেলে। জানাযায়, গত সোমবার বিকাল ৩টা থেকে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের তেলীগাও গ্রামের এরশাদ সর্দারের বাড়িতে অনশন করছে তরনী।
ভিকটিম সূত্রে জানা যায়, প্রায় ২ বছর আগে হতদরিদ্র তরনীর সঙ্গে মোক্তর মিয়া অরপে আকাশের প্রথমে পরিচয় হয়। পরিচয় থেকে একে অপরের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এর মধ্যে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেমিক মোক্তার মিয়া তার সঙ্গে শারিরিক সম্পর্কে লিপ্ত হয়। গত ১৯ ই ফেব্রুয়ারী তরং হযরত শাহ ক্বারী নুরালী শাহর (র) ওরশের রাতে প্রেমিক মোক্তার মিয়া তরুনীর ঘরে প্রবেশ করে দেখা করার সময় তরনীর মা বাবা তাকে হাতে নাতে আটক করে। এক পর্যায়ে প্রেমিক মোক্তার মিয়া বিয়ে করার আশ্বাস দিয়ে এখান থেকে চলে আসে। এর পর থেকে সে তরুনীকে এড়িয়ে চলতে থাকে। এক পর্যায়ে তরনী কোন উপায় না পেয়ে বিয়ের দাবীত প্রেমিক মোক্তার মিয়া বাড়িতে গত সোমবার থেকে অনশন শুরু করে। অনশনের ৪দিন পরও তাকে স্ত্রীর স্বীকৃতি না দিয়ে প্রেমিক মোক্তার মিয়ার পরিবার লোকজন তরুনীকে বেড়দড়ক মারপিট করছে বলে অভিযোগ
পাওয়া গেছে।
তরুনীর বৃদ্ধা মা জানান, তারা গরিব মানুষ দিন এনে দিন খায়। সোমবার সকালে কাজের সন্ধানে তারা অনত্র চলে গিয়ে বিকালে এসে বাড়িতে তাদের মেয়ে ঘরে নেই। পরে খোঁজ নিয়ে জানতে পারেন তার মেয়ে প্রেমিক মোক্তার মিয়ার বাড়িতে বিয়ের দাবীতে অবস্থান করছে। তিনি বলেন, তারা প্রভাবশালী হওয়ায় আমার মেয়েটা স্ত্রীর স্বীকৃতি না দিয়ে মারপিট ও নির্যাতন করছে। তরুনীর বৃদ্ধা বাবা বলেন, মোক্তারের বড় ভাই এরশাদ সর্দার বারবার পুলিশের ভয় দেখাচ্ছে। তারা টাকা দিয়ে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করছে। তিনি বলেন, ইজ্জতের মূল্যতো আর টাকা পূরণ হয়না।
প্রেমিক মোক্তার মিয়ার বড় ভাই এরশাদ সর্দার জানান, এক তরুণী গত সোমবার থেকে আনাদের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান করছে। ওই মেয়ে বাড়িতে আসার পূর্ব থেকেই আমার ভাই বাড়িতে নেই। একটি প্রতিপক্ষ্য তাদের হয়রানী ও ফাসানোর জন্য এমনটা করছে বলে তিনি দাবী করেন।
শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড সদস্য নুরুল আমিন জানান, গত সোমবার থেকে এক তরনী মোক্তারের বাবা উসমান মিয়ার বাড়ীতে বিয়ের দাবীতে অবস্থান করছে। তিনি বলেন, এ ঘটনাটি উভয় পক্ষের লোকজনকে বলে দেয়া হয়েছে, বিষয়টি সামাজিক ভাবে তাড়াতাড়ি শেষ করার জন্য।
তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান জানান, এমন একটি ঘটনা শুনে তাহিরপুর থানার এস আই জহুর লালকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তিনি বলেন, ভিকটিমের পরিবার থেকে এ ব্যাপারে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম