বিনোদন ডেস্ক।। চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী-কে বিয়ে করেছিলেন ঢাকাই নায়ক শাকিব খান। দুই স্ত্রীর আছে পুত্রসন্তান। কিন্তু শুরু থেকেই বিয়ে,সন্তানের বিষয়টি ছিল গোপনে।
কেন বিয়ে ও সন্তানের বিষয়গুলো গোপন রাখা হয়েছিল এ নিয়ে শাকিব খান বলেন,আমি পরিষ্কার করে একটা কথা বলতে চাই,আমি আসলে ব্যক্তিগত বিষয় নিয়ে পাবলিকের সামনে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না।
তাই নিজে এসব বিষয় গোপন রেখেছিলাম। কিন্তু আমি তো অপু কিংবা বুবলীকে বিষয়টি গোপন রাখতে বলিনি। তারা কেন বিয়ে বা সন্তান জন্মের পরপরই সবাইকে তা জানায়নি? এটিও কি আমার অপরাধ?’ সম্প্রতি এক গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে শাকিব এ কথা বলেন।
এ দিকে কিছুদিন ধরে শাকিব খান ও পূজা চেরির প্রেমের গুঞ্জন চাউর হয়। এই জুটিও গোপনে বিয়ে করেছেন এমন খবর ছড়িয়েছিল বিভিন্ন মাধ্যমে। যদিও অস্বীকার করেছেন শাকিব ও পূজা দুজনেই।
আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম