আমাদেরবাংলাদেশ ডেস্ক: আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে,বাংলাদেশ প্রকৌশলওপ্রযুক্তি বিশ্ববিদ্যালয়- বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ করাসহ ৮ দফা দাবি দিয়েছে তারা। ঘটনার ৩০ ঘণ্টার মধ্যেও বুয়েট ভিসি ক্যাম্পাসে না আসায় জবাব চেয়েছে শিক্ষার্থীরা।বিক্ষোভ মিছিল থেকে বলা হয়,বিকাল ৫টার মধ্যে বুয়েট ভিসিকে জবাব দিতে হবে।
নিশ্চিতভাবে যারা খুনের সাথে জড়িত তাদের আজীবন ছাত্রত্ব বাতিলের দাবিও জানানো হয়।আবরারকে যেখানে পিটিয়ে হত্যা করা হয়, সকালে সেই হলের সামনে থেকেই বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদিক্ষণ করে। এসময় একাত্মতা জানিয়ে যোগ দেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরাও। দাবি জানান, আবরার ফাহাদ হত্যায় জড়িতদের দ্রুত শাস্তি নিশ্চিতের।
যাদের ছত্রচ্ছায়ায় হত্যাকারীরা এমন নির্মম হয়ে উঠেছে তাদেরকেও বিচারের আওতায় আনার দাবি জানানো হয় বিক্ষোভ মিছিল থেকে
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম