নিজস্ব প্রতিবেদক।। প্রাণঘাতী করোনাভাইরাস আক্রান্ত পুরো বিশ্ব। স্থবির হয়ে পড়েছে অর্থনীতির কাঠামো। লকডাউন করা হয়েছে অধিকাংশ দেশ। বাংলাদেশেও করোনার প্রভাব পড়েছে ভয়াবহভাবে। জনসমাগম এড়াতে পুলিশ, সেনাবাহিনীর অবস্থান কঠোর। আর এতে দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের লোকজন। এবার তাদের সাহায্যে এগিয়ে এলো মানবতার ফেরিওয়ালা রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার ,বিপিএম,বার, পিপিএম বৃদ্ধের ফোন পেয়ে থানার ওসিকে দিয়েছেন নির্দেশনা। পৌছে দিয়েছেন বাজার। শুক্রবার এ ঘটনাটি ঘটে।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রেজাউল করিমের কাছে জানতে চাইলে আমাদেরবাংলাদেশ.কমকে জানান, মালতী রানী (৫৭) নামের এক বৃদ্ধ না খেয়ে জীবন যাপন করছে এমন ফোন পেয়ে পুলিশ সুপার ওই বৃদ্ধের বাড়িতে বাজার পাঠিয়ে দেওয়া জন্য নির্দেশ দেন।
নির্দেশনা পাওয়ায় পরই বাজার নিয়ে পুলিশ ছুটে যায় অসহায় বৃদ্ধের বাড়িতে। করোনা আতঙ্কে সরকারের নির্দেশনায় ঘরের বাহিরে যেতে না পারায় খাবার জোগাড় করতে পারেনি তিনি। বৃদ্ধের সাথে তার এক ১৩ বছর বয়সি নাতনি বসবাস করেন।
পীরগাছা থানার ওসি আরও জানান, রংপুর পুলিশ সদস্যেরা যেকোন ধরনের সাহায্যে এগিয়ে যাবে। জনগনকেও তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। করোনা প্রতিরোধে সকলের সচেতনতাই প্রধান বলে তিনি জানান।