বৃদ্ধা মা- এ কে মিজান
বৃদ্ধাশ্রম থেকে মায়ের চিঠি এবার ঈদে কি তুই আমায় বাড়ি নিবি আপন,
কতদিন তোকে দেখি না, দেখি না ও আমার জীবন।।
সেই কবে তুই রেখে গেলি আমাকে পর করে,
কখনো আমার কথা মনে পড়ে না কোন অবসরে।
আমি একা বসে কাঁদি যখন,
তোর কথা মনে পড়ে তখন।।
এতো বড় বাড়ি তোমার,
আমার একটু ঠাঁই নাই,
বৃদ্ধাশ্রমে বসে আমি মৃত্যু গান গাই।
কত ঈদ চলে গেল তোর দেখা মিললো না,
আমার বুকের জ্বালা পোড়া ব্যাথা
খোকা তুই বুঝলি না।
দুর থেকে দোয়া করি ভাল থাকিস আপন,
তুই যে আমার বুকের মানিক
যজ্ঞের ধন।।
তোর কাছে কোন দিন কিছু চাইবো না,
শুধু একবার তোর মুখটা আমায় দেখা না।
তোর বাবার স্মৃতি তুই যে আমার বড় আপন,
তাই তো এই মনে এত বেদনা সর্বক্ষণ।।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম