আমাদেরবাংলাদেশ ডেস্ক।। মাশরাফীর নেতৃত্বে শেষ ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ দল। সিলেটে সিরিজের ৩য় ও শেষ ওয়ানডে ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমেছিল টিম টাইগার্স। বৃষ্টি বাধায় খেলা বন্ধ হওয়ার আগে মাশরাফীর দলের সংগ্রহ বিনা উইকেটে ১৮২ রান।
সেঞ্চুরি পেয়েছেন ওপেনার লিটন দাশ। ফিটটি তুলেছেন তামিম ইকবালও। দুজনের শতরানের জুটিতে ভালো শুরু পেয়েছে টাইগাররা।
একাদশে নেই মুশফিকুর রহিম, ফিরেছেন সাইফউদ্দিন, আল আমিন। অভিষেক ম্যাচ আফিফ ও নাইম শেখের।
সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে হোস্টরা। সফরকারীদের হোয়াইটওয়াশ করার টার্গেটে লড়ছে বাংলাদেশ দল; হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জের সামনে জিম্বাবুয়ে।