খেলাধুলা ডেস্ক:
প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়ে শুরুটা দারুণ করেছে বাংলাদেশ। স্বাগতিক আয়ারল্যান্ড অবশ্য নিজেদের প্রথম ম্যাচে ১৯৬ রানের বড় ব্যবধানে হেরেছে উইন্ডিজের কাছে।
এদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে নামার আগে গতকাল অনুশীলনই করা হয়নি টাইগারদের। বৃষ্টির বাগড়ায় হোটেলেই কেটেছে টাইগারদের সময়। এদিকে আজও বৃষ্টির সম্ভাবনা ছিল। হয়েছেও তাই। ম্যাচের টসও পিছিয়ে দিয়েছে বৃষ্টি। এই মুহূর্তে ডাবলিনের মালাহাইডে ঝরছে বৃষ্টি।
টস কখন হবে এটি নিয়ে আছে অনিশ্চয়তা। জানা গেছে, বাংলাদেশ সময় বিকেল ৪:৪৫ মিনিটে আম্পায়াররা মাঠ পরিদর্শনে যাবেন। তবে সেটি পুরোপুরি নির্ভর করছে বৃষ্টি থামার ওপর।
প্রথম ম্যাচে বোনাস পয়েন্ট পেয়ে ওয়েস্ট ইন্ডিজ এই মুহূর্তে বাংলাদেশের চেয়ে ১ পয়েন্ট এগিয়ে আছে। আজকের ম্যাচটি না হলে বাংলাদেশ তাই একটু বিপাকেই পড়ে যাবে। এই ম্যাচ ভেসে যাওয়া মানে সম্ভাব্য ৩ পয়েন্ট হারাবে বাংলাদেশ। টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী ম্যাচ পরিত্যক্ত হলে মাত্র ২ পয়েন্ট পাবে বাংলাদেশ-আয়ারল্যান্ড দুই দলই।
এতে করে কঠিন সমীকরণের মধ্যে পড়ে যাওয়ার শঙ্কাটা থেকেই যাচ্ছে। মাশরাফির দল তাই আজ খুব করেই চাইবে যত ওভারেরই হোক, খেলাটা যেন শেষ পর্যন্ত হয়।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম