বৃষ্টি নামুক অঝরে; শফিউল আলম
বৃষ্টি নামুক অঝরে ।
তোমার অশ্রুসিক্ত নয়ন পরিশুদ্ধ হোক।
মুছে যাক গ্লানি;
যতটুকু দুঃখ দিয়েছি তোমায়
ধুয়ে মুছে সাফ হোক তাও।
কতটুকু দুঃখ কষ্ট তোমাকে দিয়েছি তুমি আর
বৃষ্টি-ই জানে তা।
এই বৃষ্টিতে ভিজে তোমাকে দিয়েছিলাম কথা- বাড়বে প্রেমের সজিবতা ।
জানি তুমি বৃষ্টি ভালোবাসো, আমি ও তেমনি।
তাইতো তোমার আমার দারুণ মিল -যেমন হাঁড়ির মতো সরা।
বৃষ্টি তুমি অঝরে নামো,
এ ধরাতল তোমার ফল্গুধারায় যেভাবে সাফ হয়ে শীতল হয়ে যায়,
তেমনি করে আমার প্রিয়ার উত্তপ্ত সাহারার মতো হৃদয়কে শীতল করো।
প্রেমপূর্ণ অপলক দৃষ্টিতে আমাকে তাকিয়ে দেখুক।
কতটুকু দুঃখ কষ্ট তোমাকে দিয়েছি যে উত্তপ্ত সাহারা হয়ে গেল তোমার হৃদয়।
প্রিয়া তুমি শীতল হও,
বৃষ্টি তুমি আরও জোরে নামো।
প্রিয়ার চোখের সব অশ্রুধারা মুছে যাক।
আমাদের ভালোবাসা নবদম্পতির মতো হোক।
হোক সবুজ- সতেজ।
বৃষ্টি তুমি থেমো না,
অঝরে নামো।
নিউটাউন,দিনাজপুর
সকাল দশটা
২৪-০৭-২০২২
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম