শার্শা প্রতিনিধি।। যশোরের শার্শা উপজেলার পুটখালী ইউনিয়নাধীন বেনাপোল পোর্টথানার অন্তর্গত খড়িডাঙ্গা পদ্দবিল হতে সজিব হোসেন(১৬) নামের এক ইজিবাইক চালকের গলাকাটা লাশ ধান ক্ষেত থেকে উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
বেনাপোল পোর্টথানার সূত্রে জানা গেছে,মঙ্গলবার রাতের কোন এক সময় কে বা কারা তাকে(সজিব,ইজিবাইক চালক) গলা কেটে হত্যা করে লাশ খড়িডাঙ্গা পদ্দবিলে ফেলে দেয়। সকালে এলাকার উৎসুক জনতা বেনাপোল পোর্টথানায় খবর দিলে,থানার একটি লাশ উদ্ধারকারী পুলিশ দল ঘটনাস্থল পৌছে লাশটি উদ্ধার করে থানা কার্যালয়ে নিয়ে রাখা হয়েছে।
ইজিবাইক চালক সজিব এর বাড়ি শার্শা উপজেলার বেনাপোল ইউনিয়নাধীন গয়ড়া গ্রামে,তার পিতার নাম সাইদুল ইসলাম।
লাশ উদ্ধারের বিষয়ে বেনাপোল পোর্টথানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ কামাল হোসেন ভূঁইয়া এর সত্যতা নিশ্চিত করে বলেন, কেন এবং কি কারণে এ হত্যাকান্ড সংঘটিত হয়েছে লাশটির ময়না তদন্তের পর জানা যাবে।
আমাদেরবাংলাদেশ ডটকম /শিরিন আলম
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম