বেনাপোল প্রতিনিধি :
যশোরের বেনাপোলে গ্যাসের চুলার আগুনে দগ্ধ হয়ে তোহা (৪) নামে এক শিশুর মর্মান্তিক হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে বেনাপোলে ভাড়াটিয়ার একটি বাসায় এই ঘটনাটি ঘটে।
নিহত তোহা বেনাপোল পৌর সভার কর্মচারী টিপু সুলতান বাদশার মেয়ে। বেনাপোল ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, সকালে তোহার মা গ্যাস চুলায় ভাত রান্নার এক ফাঁকে বাইরে যায়।এই সময় অবুঝ তোহা হাতে কলম নিয়ে গ্যাসের চুলাই দেওয়া মাত্র আগুন ধরে যায় তার মুখে ও গায়ে। এসময় স্থানীয়রা ও ফায়ার সার্ভিস কর্মীদের প্রচেষ্টায় ২০ মিনিট পরে আগুন নিয়ন্ত্রণে আনে।ততক্ষনে তোহার জীবন শেষ। পরে ঘটনাস্থল থেকে তোহার জীবন্ত দগ্ধ হওয়া লাশ উদ্ধার করে। বেনাপোল পোর্ট থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন শেষে বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে এঘটনায় এই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম