শার্শা প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনে বেনাপোলে গণমানুষের দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার বিকালে র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে হোটেল সান রুফে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
বাংলাদেশ বুলেটিন পত্রিকার বেনাপোল প্রতিনিধি রবিউল ইসলাম এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেনাপোল পৌরসভার মেয়র নাছির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া, বেনাপোল ফায়ার সার্ভিসের ইনচার্জ রতন কুমার দেবনাথ, সাংবাদিক ওসমান গনি, নাসির উদ্দিন, আরিফুর রহমান, মিলন খান, সেলিম আহমেদ, আসাদুর রহমানসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। #
প্রধান অতিথি’র বক্তব্যে মেয়র নাসির বলেন, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে সাংবাদিকদের দায়িত্ব অনেক বেশি। একারণে সাংবাদিকদের লেখুনিতেও দায়িত্বশীলতার পরিচয় থাকতে হবে। এখন বস্তুনিষ্ট ও আপোষহীন সাংবাদিকতার অভাব যেমন রয়েছে, তেমনি সাংবাদিকদের অভ্যন্তরীণ দলাদলির সুযোগ নিচ্ছে অন্যপক্ষ। এ পরিস্থিতিতে সাংবাদিকদের মধ্যে ঐক্য থাকা প্রয়োজন। একই সাথে তিনি পত্রিকার ৬ষ্ঠ বছরে পদার্পণে শুভ কামনা করে বলেন, অল্প সময়ে মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে পত্রিকাটি। স্বপ্নের সোনার বাংলা গড়তে মিডিয়ার অবদান অপরিসীম।