বিশেষ প্রতিনিধি।। যশোরের বেনাপোলে পেঁয়াজের বাজার মূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৩ আড়ত ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে শার্শা উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডলের নেতৃত্বে বেনাপোল কাঁচা বাজার এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অর্থদণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীরা হলো মিম বাণিজ্য ভান্ডারের মালিক মোঃ শুকুর আলী (১০,০০০/—), মেহেরাব স্টোরের মালিক সুরুজ মিয়া (১৫,০০০/—) ও সবুর বানিজ্য ভান্ডারের মালিক সবুর খাঁন (৫,০০০/—)।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার মিজানুর রহমান মূল্য বাড়িয়ে পেঁয়াজ বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৩ জন অসাধু ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদানসহ জরিমানা আদায়ের সত্যতা নিশ্চিত করেন।
বাজার পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন, বেনাপোল পোর্টথানা পুলিশ, বেনাপোল বাজার কমিটি ও বেনাপোল পৌরসভার স্যানিটারি ইন্সেপেক্টের।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পূলক কুমার মণ্ডল জানান, ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণায় বেনাপোল বাজারের অসাধু ব্যাবসায়ীরা পেঁয়াজ বেশি দামে বিক্রি করছে এমন খবরে বাজার পরিদর্শনে যাওয়া হয়। ৩ জন আড়ত ব্যাবসায়ীকে বেশী মূল্য পেঁয়াজ বিক্রির দায়ে অর্থদণ্ড প্রদান করাসহ কঠোর হুঁশিয়ারি দেওয়ার হয়।
সাথে সাথে শার্শা উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান ও পৌর স্যানিটারি ইন্সেপেক্টরকে (পেঁয়াজের মূল্য স্থিতি রাখতে) বাজার মনিটরিং এর নির্দেশনা প্রদান করা হয়।
তিনি আরো জানান, শার্শা উপজেলা জুড়ে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম