মোঃ আসাদুর রহমান : যশোরের বেনাপোলে শ্বশুর বাড়িতে ঝুলন্ত অবস্থায় পৌর ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক রবিউল ইসলাম সুমন (২৫) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল ১০ টার দিকে বেনাপোল স্থলবন্দরের ৫ নম্বর গেটের সামনে গাজিপুর এলাকায় শ্বশুর বাড়ি থেকে সুমনের লাশ উদ্ধার করা হয়। সুমন বেনাপোলর দূর্গাপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সুমন সোমবার ভোরে বাড়ি থেকে বের হয়ে তার শ্বশুর বাড়িতে যান। সকাল ১০টার দিকে শ্বশুর বাড়ি থেকে পরিবারের কাছে খবর আসে সুমন গলাই দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। পরে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে সুমনের ঝুলন্ত লাশ উদ্ধার করে। পরিবারের সদস্যদের দাবি সুমনকে পরিকল্পিত ভাবে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। শ্বশুর বাড়ির সাথে সুমনের পারিবারিক কলহ চলে আসছিল বেশ কিছু দিন যাবত। পরে পুলিশে খবর দিলে পুলিশ সুমনের বাড়ি থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
বেনাপোল পোর্ট থানার ওসি (তদন্ত) আলমগীল হোসেন জানান, এটি হত্যা না আত্মহত্যা, ময়না তদন্তের পর তা জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
আবা/রিফাত
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম