বেনাপোল প্রতিনিধি।। আসন্ন বেনাপোল পৌর নির্বাচনে ৬নং ওয়ার্ড ভবেরবেড় গ্রামের কাউন্সিলর প্রার্থী ও যুবলীগ নেতা মোঃ আসাদুজ্জামান আসাদের উটপাখি প্রতীকের প্রচারণায় বেনাপোল পৌর যুবদলের যুগ্ন আহবায়ক জনি হায়দার এর অংশগ্রহণে রাজনৈতিক অঙ্গনে ধোয়াশা সৃষ্টি হয়েছে।
বিএনপির দলীয় সিন্ধান্ত অনুযায়ী আওয়ামী সরকারের অধীনে অনুষ্ঠিত সকল স্থানীয় নির্বাচন বর্জনসহ অঙ্গসংগঠনটির নেতা-কর্মীর দলীয় সিদ্ধান্ত অমাণ্যে স্থায়ী বহিষ্কারাদেশ এর মত কঠোর সিদ্ধান্ত উপেক্ষা করেই বেনাপোল পৌর যুবদলের যুগ্ন আহবায়ক দিনভর উটপাখির ভোট প্রার্থনায় প্রচার-প্রচারণা চালাচ্ছেন। শনিবার (৮ জুলাই) ভবেরবেড় ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরুজ্জামানের নেতৃত্বে উটপাখির প্রচারণায় অংশ নিয়ে জনি হায়দারকে গ্রামবাসীর নিকট ভোট প্রার্থনা করতে দেখা যায়।
যুবদল নেতার যুবলীগ নেতার নির্বাচনী প্রচারনায় অংশ নেওয়ার একটি ছবি ইতিমধ্যে সামাজিক যোগযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে বিএনপি নেতা-কর্মীদের মধ্যে বিরুপ মন্তব্য সৃষ্টি হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে বেনাপোল পৌর যুবলীগের এক প্রভাবশালী নেতা বলেন,বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী নেতা-কর্মীদের নির্বাচনে অংশ নেওয়া বা কোন প্রার্থীর পক্ষে নির্বাচনী কাজ করা সম্পূর্ন নিষিদ্ধ। জনি হায়দারসহ একাধিক নেতা দলীয় শৃঙ্খলা ভেঙ্গে আওয়ামী সমর্থক গোষ্ঠীর নির্বাচন করছেন যা আমাদের জন্য লজ্জ্বা জনক।
আমরা রাজপথে যেখানে আন্দোলন করতে গিয়ে হামলা-মামলার স্বীকার হচ্ছি,সেখানে উচ্চ পদে থেকে আওয়ামী নেতাদের সাথে আতাত করে অর্থনৈতিক ফয়দা লুটছে। স্থানীয় নির্বাচনে বিএনপির দলীয় নির্দেশনা প্রশ্নে যশোর জেলা যুবদলের সভাপতি তমাল আহমেদ মুঠোফোনে জানান,এই সরকার বা এই নির্বাচন কমিশনের অধীনে বিএনপি কোন নির্বাচনে অংশগ্রহণ করবে না। মূলদল বা সহযোগী সংগঠনের কোন নেতা-কর্মী যদি নির্বাচনে অংশগ্রহণ করে,সহযোগীতা করে,প্রচার-প্রচারণায় অংশ নেই দলের গঠনতন্ত্র মোতাবেক তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। বেনাপোল পৌর নির্বাচন নিয়ে যুবদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে কোন অভিযোগ পেয়েছেন কি? জানতে চাইলে তিনি আরো বলেন লিখিত বা সুনির্দিষ্ট প্রমাণ সাপেক্ষ্যে অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নিবো।
আগামী ১৭ই জুলাই বেনাপোল পৌরসভার ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। স্থল বন্দর এলাকাটির প্রায় ৩১হাজার ভোটারের বীপরীতে রয়েছে ৩ মেয়র প্রার্থী। নৌকা প্রতীকের প্রার্থী নাসির উদ্দিন ছাড়াও এই পৌর নির্বাচনে মোবাইল প্রতীক নিয়ে লড়ছেন সাবেক বিএনপি নেতা মফিজুর রহমান স্বজন ও সতন্ত্র প্রার্থী জগ প্রতীকের ফারুক হোসেন উজ্জল। তবে কি নির্বাচনী ফয়দা লুটতে যুবদল নেতা যুবলীগ নেতার প্রচারণায় এমন প্রশ্ন জনমনে।
আমাদেরবাংলাদেশ ডটকম/শিরিন আলম
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম