শার্শ প্রতিনিধি।। বেনাপোল সীমান্তে কৃষক বেশে ইছামতী নদীর পাড়ে কাদার মধ্যে থেকে ৩ কেজি ৩৫০ গ্রাম ছোট বড় ৬ পিচ স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। এসময় পাচারকারী ইছামতী নদী পার হয়ে ভারতে পালিয়ে যায়।
মঙ্গলবার( ১০ জানুয়ারি) দুপুর ১টার সময় শার্শা উপজেলা বেনাপোল দৌলতপুর সীমান্তের কালীয়ানি বিএসএফ ক্যাম্পের ৩০০ গজ বিপরীতে বাংলাদেশের মধ্যে থেকে এ স্বর্ণ উদ্ধার করা হয়।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জাননা,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেনাপোল দৌলতপুর সীমান্তের ইছামতী নদীর পাড়ে বিপুল পরিমাণ স্বর্ণের চালান নিয়ে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অবস্থানরত সন্দেহ ভাজন এক ব্যক্তিকে গতি রোধ করতে বলা হলে সে ইছামতী নদী পার হয়ে ভারত সীমান্ত পালিয়ে যায়।
এসময় সেখানে অভিযান চালিয়ে ইছামতী নদীর পাড়ে কাদার মধ্যে থেকে ৩ কেজি ৩৫৩ গ্রাম ওজনের ছোট বড় ৬ পিচ স্বর্ণ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৬২ লাখ টাকা। এবং উদ্ধারকৃত স্বর্ণ ট্রেজারিতে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।
আমাদেরবাংলাদেশ. ডটকম/শিরিন আলম
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম