শার্শা প্রতিনিধি।। বেনাপোলের কদমতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪টি মেহগনী গাছ টেন্ডার ছাড়াই বিক্রি করে দিয়েছেন স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন। প্রধান শিক্ষক বলছেন সে পরে শুনেছে। ২টি গাছ কাটার পর পুলিশের উপস্থিতিতে অন্য ২টি গাছ কাটা বন্ধ হয়ে যায়। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি অভিযোগ করা হয়েছে।
স্থানীয়রা জানান, ৫নং পুটখালী ইউনিয়নের ৯নং কদমতলা ওয়ার্ডের ইউপি সদস্য দেলোয়ার হোসেন বিদ্যালয়ের ৪ টি বড় বড় মেহগনী গাছ সরকারী টেন্ডার ছাড়ায় বিক্রি করে দিয়েছেন বারপোতা গ্রামের জাহিদুল ইসলামের কাছে। ৩৪ হাজার টাকায় বিক্রি করা ২ টির মধ্যে ১টি গাছ বারোপোতা বাজারে লাবুর স’ মিলে রাখা আছে। পুলিশ আসায় অপরটি নিয়ে যাওয়া ও অন্য ২টি গাছ কাঁটা বন্ধ হয়ে যায়। (অন্য ২টি গাছের দাম নিয়ে আলোচনা চলছিল)।
ইউপি সদস্য দেলোয়ার হোসেন বলেন,পাশের জমির কিছু অংশ স্কুল পাওনা করায় সেই জমিতে লাগানো কয়েকটি গাছ ম্যানেজিং কমিটিকে বলে কাটা হয়েছে। কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্লাল হোসেন বলেন, শুক্রবার স্কুল বন্ধ ছিল এ সুযোগে একটি মহল স্কুলের কয়েকটি গাছ কেটে নিয়ে যাচ্ছিল। পুলিশ এসে গাছ কাঁটা ও নিয়ে যাওয়া বন্ধ করেছে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি অভিযোগ করা হয়েছে।
আমাদেরবাংলাদেশ ডটকম /শিরিন আলম
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম