বেনাপোল প্রতিনিধিঃ
যশোর বেনাপোল মহাসড়কের আমড়াখালী বিজিবি চেকপোস্ট থেকে রশিদ ও মিনার নামে দুইজন হুন্ডি পাচারকারীকে ১০ লাখ টাকা সহ আটক করেছে বিজিবি।
শুক্রবার বেলা ১ টার সময় টাকা সহ তাদের আটক করা হয়।
আটককৃত রশিদ বেনাপোল পোর্ট থানার ছোট আচড়া গ্রামের আফসার আলীর ছেলে ও একই থানার বাহাদুপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে মিনার বিশ্বাস।
৪৯ বিজিবি, বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার মিজানুর রহমান বলেন গোপন সংবাদের ভিত্তিতে আমড়াখালী চেকপোষ্টে একটি ট্রিগার গাড়ি থামিয়ে তল্লাশি করলে রশিদ ও মিনার নামে দুইজন পাচারকারীকে আটক করে তাদের কাছ থেকে নগত ১০ লাখ টাকা উদ্ধার হয়। আটককৃতদের টাকা সহ মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।