বেনাপোল প্রতিনিধিঃ
যশোর বেনাপোল মহাসড়কের আমড়াখালী বিজিবি চেকপোস্ট থেকে রশিদ ও মিনার নামে দুইজন হুন্ডি পাচারকারীকে ১০ লাখ টাকা সহ আটক করেছে বিজিবি।
শুক্রবার বেলা ১ টার সময় টাকা সহ তাদের আটক করা হয়।
আটককৃত রশিদ বেনাপোল পোর্ট থানার ছোট আচড়া গ্রামের আফসার আলীর ছেলে ও একই থানার বাহাদুপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে মিনার বিশ্বাস।
৪৯ বিজিবি, বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার মিজানুর রহমান বলেন গোপন সংবাদের ভিত্তিতে আমড়াখালী চেকপোষ্টে একটি ট্রিগার গাড়ি থামিয়ে তল্লাশি করলে রশিদ ও মিনার নামে দুইজন পাচারকারীকে আটক করে তাদের কাছ থেকে নগত ১০ লাখ টাকা উদ্ধার হয়। আটককৃতদের টাকা সহ মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম