বেনাপোল প্রতিনিধি।। যশোরের বেনাপোল সীমান্তে ভারত থেকে আনার সময়১১টি পিস্তল২২টি ম্যাগজিন ৫০ রাউন্ড গুলি ও১৯ কেজি গাঁজা সহ তিন অস্ত্র ব্যাবসায়ী কে আটক করেছে বিজিবি।
শনিবার(৫সেপ্টেম্বর)গভীর রাতে অস্ত্রের চালান টি ২নংঘিবা গ্রামের মাদ্রসার পাশ থেকে আটক করা হয়।আটকৃতরা হলো শার্শা উপজেলার শরবানহুদা গ্রামের সহিদ এর ছেলে আনারুল (৩৫) ও একই গ্রামের সাবেদ আলীর ছেলে আলগীর হোসেন(৪০)ও ঘীবা গ্রামের এজাবার এর ছেলে সাজজুল(৩৪)।
তথ্য সুত্রে জানা যায়,অস্ত্র ব্যাবসায়ীরা ভারত থেকে গভীর রাতে এ সমস্ত অস্ত্র মাদক নিয়ে দেশে প্রবেশ করলে রঘুনাতপুর বিজিবি তাদের কে ধাওয়া করলে দুই জনকে আটক করে।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল সেলিম রেজা জানান,গোপন সংবাদে জানতে পারি অস্ত্র পাচারকারীরা ভারত থেকে বিপুল পরিমান একটি অস্ত্রের চালান এনে ঘিবা মাদ্রাসার পাশে কাচা রাস্তার ধারে অপেক্ষা করছে।
এমন সংবাদের বিজিবি রঘুনাথপুর ক্যাম্পের একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে অস্ত্রের চালানসহ তিন জনে হাতেনাতে আটক করা হয়।আটকের পর তাদেরকে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের হেড কোয়ার্টার যশোরে নিয়ে ব্যাপক জিজ্ঞাসা করা হয়। আটকৃতদের অস্ত্র ও মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।