মোঃ আসাদুর রহমান বেনাপোল প্রতিনিধি :
স্থল বন্দর বেনাপোল ও ভারতের পেট্রাপোল সীমান্তের নো-ম্যান্সল্যান্ড শূন্যরেখায় ২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের স্মরণে দু'বাংলার মানুষের মিলনমেলা মঞ্চ মাতাতে আসছেন জি-বাংলা ‘সা রে গা মা পা’ কাঁপানো বাংলাদেশের গোপালগঞ্জের সঙ্গীত শিল্পী মাঈনুল আহসান নোবেল।
প্রতি বছরের ন্যায় এবারো ২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বেনাপোল ও পেট্রাপোল সীমান্তের নো-ম্যান্সল্যান্ড শূন্যরেখায় এক মঞ্চে বসছে ২ বাংলার মানুষের মিলনমেলা।
এবারে আয়োজন করছে দুই বাংলা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটি। সকালে অস্থায়ী শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে শহীদদের স্মরণের মধ্য দিয়ে শুরু হবে দিন ব্যাপি অনুষ্ঠান।
“আমার প্রতিরোধ আমার সংগ্রাম আমার স্বাধীনতা আমার অধিকার আমার ৫২ আমার বর্ণমাল ” এ শ্লোগানকে সামনে রেখে দিন ব্যাপি থাকছে ভাষা শহীদের স্মরণে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ, পতাকা বিনিময়, দুই বাংলার বিশিষ্টজনদের মধ্যে ক্রেস্ট, উত্তরীয় ও ফুলেল শুভেচ্ছা, অতিথি আপ্যায়ন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান।
বাংলাদেশের পক্ষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের মাননীয় স্থানীয় সরকার, পল্লীউন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি।
বিশেষ অতিথি হিসাবে, থাকবেন ৮৫ যশোর-১ শার্শা আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন, বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার বেলাল হোসাইন, যশোরের জেলা প্রসাশক আব্দুল আওয়াল, পুলিশ সুপার মঈনুল হকসহ অন্যান্য অতিথি বৃন্দ।
ভারতের পক্ষে প্রধান হিসাবে উপস্থিত থাকবেন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের খাদ্য ও সরবরাহমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বিশেষ অতিথি হিসাবে থাকবেন বনগাঁ লোকসভার সাংসদ মমতা ঠাকুর, রাজ্যসভার বিধায়ক বিশ্বজিৎ দাস, উত্তর ২৪ পরগঁনার জেলা সভাধিপতি শ্রীমতি বীনা মন্ডল, বনগাঁ পৌর মেয়র শংকর আঢ্য প্রমূখ।
আরো উপস্থিত থাকবেন ভাষা সৈনিক শামসুল হুদা, বাংলাদেশ ভাষা আন্দোলন গবেষণা কেন্দ্রের পরিচালক এস আর মাহবুব, আবৃত্তি শিল্পী শাহদত হোসেন নিপু।
উল্লেখ্য, ২০০৪ সালে বেনাপোল সরগম সংগীত একাডেমি ও ভারতের বঁনগা ২১ পালন কমিটি ২ বাংলার যৌথ একুশ পালনের এই যাত্রা শুরু করে।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম