আসাদুর রহমান বিশেষ প্রতিনিধি।। বেনাপোল সীমান্ত থেকে ভারতে প্রবেশ করার সময় ৭রোহিঙ্গা আটক করে বিজিবি।
বুধবার(৯সেপ্টেম্বর) দুপুর১টার সময় পুটখালী চরেরমাট থেকে তাদের কে আটক করে।এসময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি।
আটকৃতরা হলো ১মোঃ আব্দুল হালিম (৫৩) পিতা মৃত আবুল হোসেন,২ মোঃ কাওছার আলী (২২) পিতা মোঃ হাসেম আলী ৩ মোসাম্মৎ খুশির বেগম (২১) পিতা দুলু মিয়া, স্বামী কাওসার আলী ৪,সৈয়দুল কাউসার (২১) পিতা শামসুল আলম ৫মোসাম্মৎ কোনইস বিবি (২৭) পিতা সৈয়দ আহমেদ ৬মোসাম্মৎ দিলজান খাতুন (১৬) পিতা নুরুল হক ৭ মোহাম্মদ সালমান ১৮ মাস, পিতা কাউছার আলী গ্রাম+পোস্ট রোহিঙ্গাক্যাম্প থানাঃটেকনাফ জেলাঃকক্সবাজার।
২১বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল মনজুর ই এলাহী নিশ্চিত করে জানান, বেনাপোল পুটখালী সীমান্ত দিয়ে সাত রোহিঙ্গা ভারতে যাওয়ার সময় তাদেরকে আটক করা হয়।তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম