মোঃ আসাদুর রহমান বেনাপোল প্রতিনিধি :
যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বেনাপোল আইসিপি ক্যাম্পের সদস্যরা বুধবার সন্ধ্যা ৭টার সময় সাদিপুর সীমান্তে অভিযান চালিয়ে ভারত থেকে পাচার হয়ে আসা ৪লাখ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার ওষুধ উদ্ধার করেছে ।তবে অভিযানের সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি তারা ।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি চোরাচালানীরা ভারত থেকে বিপুল পরিমান ওষুধের চালান এনে যশোর নেওয়া জন্য সীমান্তের সাদিপুর পাকা রাস্তার উপর অপেক্ষা করছে ।
এমন সংবাদে আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার আবুল কাশেম, ল্যান্স নায়েক নজরুল ইসলাম, সিপাহী সিদ্দিকুর রহমান ও সিপাহী মিন্টু সঙ্গী ফোস নিয়ে সেখানে অভিযান চালিয়ে ভারত থেকে পাচার হয়ে আসা ৪লাখ টাকার ভারতীয় ওষুধ উদ্ধার করেন ।
বিজিবির উপস্তিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।উদ্ধারকৃত ওষুধগুলো বেনাপোল কাস্টমসে জমা দেওয়ার হবে বলে জানিয়েছেন বি জি বি
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম