বেনাপোল (যশোর) প্রতিনিধি ঃ-
যশোরের বেনাপোল সরকারীদলের দুই নেতা সরকারী খালের পাড় সরকারী জমি দখল করে জন সাধারনের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শার্শা উপজেলা সহকারী কমিশনার(ভুমি) বরাবর এ লিখিত অভিযোগে জানাগেছে, শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার সাদীপুর মৌজার ৩২১২ নং দাগে খালের খাস সরকারী ১০ শতক জমি দখল করে রাস্তা বন্ধ করে ঘর নির্মান করা হয়েছে। অভিযোগে আরও জানাগেছে, সাদীপুর গ্রামের পূর্ব ও নামাজ গ্রামের পশ্চিম সীমান্তে খাল পাড়ের ১০ শতক সরকারী খাস জমি সাদীপুর গ্রামের মৃত হযরত আলী মল্লিকের ছেলে মোঃ জহর আলী ও মৃত ন্যাড়ার ছেলে মাহাবুবুর রহমান নামে দুই সরকারী দলের নেতা দখল করে নিয়েছে। এর পর তারা ঐ দখলি সরকারী জমিতে জোরপূর্বক ঘর নির্মান করেছে। যে কারনে ঐ দুই গ্রামের প্রায় ২০/২৫ ঘর বসবাসকারী পরিবার খালপাড়ের ঐ রাস্তা দিয়ে চলাচল করতে পারছে না। এখন তাদের চলার একমাত্র রাস্তা বন্ধ। দীর্ঘদিন ধরে সাদীপুর ও নামাজ গ্রামের সাধারন মানুষ এ রাস্তা দিয়ে চলাচল করে আসছে।
এ ব্যাপারে বেনাপোল তহসীল অফিস থেকে বার বার নিষেধ সত্বেও তা অমান্য করে সরকারী জমিতে রাস্তা বন্ধ করে ঘর নির্মাণ করা হয়েছে। বিষয়টি এর আগেও লিখিত ভাবে অভিযোগ করেও কোন কাজ হয়নি।দখলকারীরা স্থানীয় সরকারী দলের নেতা ও প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেই কথা বলতে সাহস পাচ্ছে না। সরকারী খাস জমিদখল ও রাস্তা বন্ধ করে ঘর নির্মাণের ব্যাপারে শার্শা উপজেলা সহকারী কমিশনার(ভুমি) মৌসুমী জেরীন কান্তা’র কাছে জানতে চাইলে তিনি বলেন অভিযোগ পেয়েছি। অভিযোগসরজমিনে তদন্ত করে আইন গত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন অভিযোগের সত্যতা পেলে বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করে ব্যবস্থা নেওয়া হবে