আসাদুর রহমান,বেনাপোল(যশোর) প্রতিনিধিঃ যশোর র্যাব-৬ ক্যাম্পের সদস্যরা বৃহম্পতিবার বেনাপোল শাখারীপোতা বাজার থেকে ১০০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আনোয়ার আলী (৪০)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। যশোর র্যাব ক্যাম্প থেকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ শাহিনুর ইসলাম এর নেতৃত্বে একটি আভিযানিক দল বেনাপোল পোর্ট থানার শাখারীপোতা বাজার সংলগ্ন জনৈক আব্দুল খালেক জমাদ্দার এর বসত বাড়ীর সম্মুখে বাহাদুরপুর গামি পাকা রাস্তার উপরে অভিযান চালিয়ে মোঃ আনোয়ার আলী (৪০)কে ১০০ বোতল ফেন্সিডিল সহ হাতে-নাতে গ্রেফতার করে। আটক আনোয়ার আলী উত্তর কাগজপুকুর, গ্রামের আবদার আলীর ছেলে। র্যাব জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী স্বীকার করে যে, দীর্ঘদিন যাবত গোপনে মাদক ব্যবসা সাথে জড়িত। বিভিন্ন আইন শৃংখলা রক্ষাকরী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে যুব সমাজ ধংসকারী মাদক দ্রব্যের ব্যবসা করে আসছে। মাদক ব্যবসার ফলে এলাকার উঠতি বয়সের যুবকদের মাদকের ছোবলে অনেকেই মাদকাসক্তির ফলে তাদের পরিবারের জীবন দুর্বিসহ হয়ে পড়েছে। তার এহেন গর্হিত সমাজ বিরোধী কর্মকান্ডের কারনে সমাজের যুব সমাজ হুমকির মুখে পড়েছে। ধৃত আসামী ও সহযোগীদেরকে ধৃত করে আইনামলে আনার জন্য অভিযান অব্যাহত আছে। পরবর্তীতে আসামীকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) এর সারণির ক্রমিক ১৪ এর (গ) ধারায় মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম