মোঃ আসাদুর রহমান বেনাপোল প্রতিনিধিঃ
যশোরেরর বেনাপোল পোর্ট থানার শিকড়ি সীমান্তে অভিযান চালিয়ে ৪০৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে ৪৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। তবে এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি।
শনিবার (১৯ই জানুয়ারি ) ভোর ৫টার সময় শিকড়ি মাঠ থেকে এ ফেনসিডিল উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদে জানতে পারি মাদক চোরাকারবারিরা বড় ধরণের একটি মাদকের চালান ভারত থেকে পাচার করে এনে শিকড়ি সীমান্তবর্তী এলাকার ফেনসিডিল মজুদ করছে। এ সংবাদের ভিত্তিতে বেনাপোল বিজিবি ক্যাম্পের হাবিলদার শওকত আলীর নেতৃত্বে নায়েক তরিকুল,মহিউদ্দিন,মামুন,ও মাহাবুব ৬ জন বিবিজি সদস্য সেখানে অভিযান চালিয়ে ৪০৫বোতল ফেনসিডিল উদ্ধার করেন। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল ক্যাম্প কমান্ডার সুবেদার ফজলুর রহমান ৪০৫ বোতল ফেনসিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধারের বিষয়টি সাংবাদিদের নিশ্চিত করেছেন।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম