বেনাপোল প্রতিনিধি:
যশোরের বেনাপোল সীমান্ত থেকে আর্মির ভুয়া ক্যাপ্টেন পরিচয়দানকারী শংকরাজ মজুমদার (৩০)নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (৩০ জানুয়ারি) সকাল ১১ টার সময় বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে। আটক শংকরাজ বাগেরহাটের শরণখোলা উপজেলার ধানসাগর গ্রামের শংকর মজুমদারের ছেলে।
বিজিবি জানায়,ওই যুবক আইসিপি এলাকায় দাঁড়িয়ে ছিলেন তার স্বজনদের অপেক্ষায়। এ সময় গেটে দায়িত্বরত বিজিবি সদস্য নায়েক রফিকুল ইসলাম তাকে একটু সরে দাঁড়াতে বললে তিনি নিজেকে আর্মির একজন ক্যাপ্টেন পরিচয় দেয়। তার কথা বার্তায় সন্দেহ হলে ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে খোঁজখবর নিয়ে জানা যায় তিনি মিথ্যা পরিচয় দিয়েছেন।
বেনাপোল আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার মনির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আটক শংকরাজ মজুমদারের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্টথানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম