মোঃ আসাদুর রহমান বেনাপোল প্রতিনিধিঃ
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের সদস্যরা অভিযান অভিযান চালিয়ে ৪লাখ হুন্ডির টাকা সহ আরিফুর রহমান রয়েল (২৭) নামে একজন হুন্ডি পাচারকারীকে আটক করেছে। সে বেনাপোল পোর্ট থানার মানকিয়া গ্রামের আকরাম আলীর ছেলে।
বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে সীমান্ত থেকে তাকে আটক করা হয়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজরুল ইসলাম জানান, নিজস্ব গোয়েন্দার (এফআইজি) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একজন হুন্ডি পাচারকারী বিপুল পরিমাণ হুন্ডির টাকা নিয়ে বেনাপোল বাজারের দিকে যাচ্ছে ।এমন সংবাদের ভিত্তিতে আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা বেনাপোল চেকপোষ্টের সাদিপুর মোড়ে অভিযান চালিয়ে আরিফুর রহমান রয়েল নামে একজন হুন্ডি পাচারকারীকে ৪ লাখ টাকা সহ হাতেনাতে আটক করা হয়।
বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার আবুল কাশেম হুন্ডির টাকা সহ পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম