মোঃ আসাদুর রহমান বেনাপোল :
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের সদস্যরা মঙ্গলবার সন্ধ্যা ৬ টার সময় ৪লাখ হুন্ডির টাকা সহ দুই ভারতীয় ট্রাক ড্রাইভারেকে আটক করেছে। আটকরা হলো ভারতের উত্তর ২৪ পরগনার জেলার বনগাঁ থানার পাইকপাড়া গ্রামের সিরাজুল মন্ডলের ছেলে সুমন (২৪)ও একই গ্রামের দুলাল ঘোষের ছেলে রাকেশ ঘোষ (২৭)।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজরুল ইসলাম জানান, গোপন সংবাদে জানতে পারি দুইজন হুন্ডি পাচারকারী ভারত থেকে ৪লাখ হুন্ডি টাকা নিয়ে বাংলাদেশে প্রবেশ করবে । এমন সংবাদের ভিত্তিতে আইসিপি ক্যাম্পের নায়েক রফিকুল ইসলাম ,ল্যান্স নায়েক নজরুল ইসলাম, সিপাহী সিদ্দিকুর রহমান, সিপাহী নওশের ও মহিলা সৈনিক রুপালী খাতুন সঙ্গী ফোস নিয়ে সেখানে অভিযান চালিয়ে ভারত থেকে পাচার হয়ে আসা ৪লাখ হুন্ডি টাকা সহ আসামীদের হাতেনাতে আটক করেন । আটক আসামীদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা সোপর্দ করা হয়েছে ।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম