মোঃ আসাদুর রহমান শার্শা প্রতিনিধিঃ
যশোর বেনাপোল সীমান্ত থেকে ৩৪৭ পিস বিভিন্ন প্রকার ভারতীয় ইনজেকশনসহ জাহিদ হাসান (১৯) নামে এক পাচারকারীকে আটক করেছে বডারগার্ড বাংলাদেশের(বিজিবি) সদস্যরা।
শুক্রবার (২৯ মার্চ) সকালে তাকে আটক করা হয়। আটক জাহিদ মহিষাডাঙ্গা গ্রামের আলী হোসেনের ছেলে। বিজিবি সদস্যরা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শিকড়ি চারা বটতলা মাঠের মধ্যে বিপুল পরিমাণ ভারতীয় আমদানী নিষিদ্ধ ইনজেকশন নিয়ে পাচারকারীরা অবস্থান করছে। এমন সময় বিজিবির টহল দল সেখানে অভিযান চালিয়ে বিভিন্ন প্রকার ৩৪৭ পিস ভারতীয় ইনজেকশনসহ জাহিদকে আটক করে। যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা বলে জানা যায়। ২১ বিজিবি ব্যাটেলিয়ান পরিচালক ইমরান উল্লাহ সরকার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। এব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলার প্রস্তুতি চলছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম