মোঃ আসাদুর রহমান বেনাপোল প্রতিনিধি : বেনাপোল সীমান্তে দুই নারীকে আটকে ধর্ষনের অভিযোগে ৬ ধর্ষককে আটক করেছে পুলিশ।
এলাকাবাসী জানায়, ১০ মার্চ (রোববার) বিকাল ৫টায় পুটখালী থেকে এলাকাবাসী সহযোগীতায় পুলিশ তাদের আটক করে।
আটকরা হলেন, বেনাপোল পোর্টথানার পুটখালী গ্রামের আলমের ছেলে সোহেল (৩০), আজগারের ছেলে আরিফ (২৯), আব্দুল খালেকের ছেলে আব্দুল্লা (২৭), মোর্শেদের ছেলে শিমুল (৩৫) আয়ুব বিশ্বাসের ছেলে প্লাবন (২৮), সামছুর কসায়ের ছেলে মোরশেদ (৩৫) ও রাফিউলকে (৩২) আটকে করে।
বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালে মাসুদ করিম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ধর্ষনের শিকার দুই নারী বর্তমানে পুলিশের হেফাজতে আছে এছাড়া আটককৃতদের বিরুদ্ধে আইন গত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম