ঢাকা।। সামাজিক মাধ্যমে গুজব রোধে সেল গঠন। করোনাভাইরাস প্রতিরোধে টেলিভিশন খবরে গুজব ছড়ানো রোধে তথ্য মন্ত্রণালয়ের গঠিত কমিটির প্রজ্ঞাপন কয়েক ঘন্টা পর বাতিল করা হয়েছে। বাতিল করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জারিকৃত প্রজ্ঞাপনে ভুলভ্রান্তি থাকায় তা বাতিল করা হয়।
বৃহস্পতিবার দুপুরে, দেশের টেলিভিশনগুলোয় করোনাভাইরাস সংক্রান্ত খবরে অপপ্রচার ও গুজব প্রতিরোধে ১৫ সদস্যের একটি কমটি গঠন করে প্রজ্ঞাপন জারি করে তথ্য মন্ত্রণালয়। প্রথমে প্রজ্ঞাপনটি একজন উপসচিবের স্বাক্ষরে গণমাধ্যমে পাঠানো হয়। পরে ওই প্রজ্ঞাপন বাতিল করে তথ্য মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব।
এই প্রজ্ঞাপনের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানায় গণমাধ্যম কর্মীরা। তারই জেরে বাতিল করা হয় গঠিত ওই কমিটি। নতুন প্রজ্ঞাপনে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন প্রচার মাধ্যমের অপপ্রচার ও গুজব রোধে একটি সেল গঠন করা হয়েছে।