নাটোর প্রতিনিধি,
নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের আট্টিকা জামতলা গ্রামের আজ রবিবার (১৮ফেব্রুয়ারি) দুপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে বাড়ীর আসবাবপত্র ও অন্যান্য মালামাল সহ বসত বাড়ির ০৬টি ঘর পুড়ে ছাই। এতে কমপক্ষে ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানান গৃহকর্তা আজাহার।
দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য জাহাঙ্গীর হোসেন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের থেকে আগুনের সূত্রপাতে হয়। ঘরে থাকা পাটে আগুনে সারা বাড়িতে দ্রুত ছড়িয়ে পড়ে। এতে মোঃ আজাহার মোল্লার চার সন্তান মোঃ সিরাজুল মোল্লা, মোঃ আসাদুল মোল্লা, মোঃ আনারুল মোল্লা, মোঃ জামরুল মোল্লারসহ মোট ০৬টি টিনের দালান ঘর পুরে যায়।
স্থানীয়দের সহযোগিতায় ও লালপুর ফায়ার সার্ভিসের দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম